bannar2-942x450
12

Jan15

নারীর গৃহস্থালী কাজ অদৃশ্য। কাজগুলোকে কাজ হিসেবেই ধরা হয় না কারন কাজগুলোর কোন আর্থিক মূল্য নেই, ফলে নারীর গৃহস্থালি কাজ মজুরীবিহীন। গবেষণায় দেখা যায়- নারীর এই মজুরীবিহীন কাজের আর্থিক মূল্য জিডিপির প্রায় ৭৬.৮ শতাংশের সমান।