bannar6-942x450
12

Jan15

কাজ শেষে ঘরে ফেরার পর বাকী সময়টুকু পুরুষদের বিশ্রামের সময়। কর্মজীবী নারীকে ঘরে ফিরেই ঝাপিয়ে পড়তে হয় সংসারের কাজে। গবেষণা বলে, একজন নারী প্রতিদিন গড়ে প্রায় ৮ ঘন্টা এবং একজন পুরুষ ২.৫ ঘন্টা এমন কাজ করে যেগুলো মজুরীবিহীন।